ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন অভিনেতা ডি এ তায়েব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
মা হারালেন অভিনেতা ডি এ তায়েব

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পরিদর্শক ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অভিনয়শিল্পী ডি এ তায়েবের মা সুফিয়া নেগম কমলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডি এ তায়েবের মিরপুরের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ১০০ বছর।  

তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের ডি এ গণির স্ত্রী। কমলা বেগম চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী ছিলেন।  

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাদ জোহর কাটরা গ্রামে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫২  ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।