ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোমান্টিক গানে ফিরলেন কিশোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
রোমান্টিক গানে ফিরলেন কিশোর

গীতিকবি জামাল হোসেনের কথায় ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ শিরোনামের একটি গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নিলেন কন্ঠশিল্পী মুহিন। তার রেশ না কাটতেই এবার এ গীতিকবির কথায় প্রকাশ হলো কন্ঠশিল্পী কিশোরের ‘আঁচল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর নিজেই। এতে মডেল হয়েছেন অর্নব অন্তু ও অরিন। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গীতিকবি জামাল হোসেন বলেন, একটু রোমান্টিক কথায় গানটি সাজানো হয়েছে। কিশোরের দরদকন্ঠে শ্রোতাদের মনে দাগ কাটবে এটি। এছাড়া গানের কথার গল্পের সঙ্গে মিল রেখে ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

কিশোর বলেন, অনেক দিন আমার রোমান্টিক কথায় গান প্রকাশ হলো। দারুণ লিখেছেন জামাল ভাই। আমিও চেষ্টা করেছি সুর ও সংগীতে নতুনত্ব রাখতে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।