ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের জিমিন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের জিমিন 

একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আলোচিত দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস অন্যতম সদস্য জিমিন। তার প্রথম একক অ্যালবামের নাম ‘ফেইস’।

বর্তমানে অ্যালবামটির কাজ চলছে।

সম্প্রতি ‘সেট মি ফ্রি, পিটি.২.’ শিরোনামের একটি টিজার জিমিন প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।

জানা গেছে, অ্যালবামটিতে ‘লাইক ক্রেজি’, ‘ফেইস-অফ’সহ মোট ছয়টি গান রয়েছে। এর মধ্যে তিনটি গান লিখেছেন ‘বিটিএস’র দলনেতা, র‌্যাপার আরএম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে অ্যালবামের প্রচারের জন্য ‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়েছিলেন জিমিন। শুক্রবার একই শোতে ‘লাইক ক্রেজি’ গানটিও গেয়েছিলেন।

এছাড়াও শুক্রবার ‘লাইক ক্রেজি’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশের এক দিনের মধ্যেই তা ১২ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। গানটি অন্যান্য শিল্পীদের সহযোগিতায় লেখেন জিমিন।

জিমিন ছাড়াও ব্যান্ডটির বেশ কয়েকজন সদস্যের একক অ্যালবাম রয়েছে। যার মধ্যে জেহোপের-এর ‘জ্যাক ইন দ্য বক্স’, আরএমের-এর ‘ইন্ডিগো’ এবং জিনের ‘দ্য অ্যাস্ট্রোনট’।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।