ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন ভিভিয়ান ডিসেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন ভিভিয়ান ডিসেনা ভিভিয়ান ডিসেনা

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা বেশ কিছু দিন মিডিয়া থেকে আড়ালে ছিলেন।

গোপনে বিয়ে এবং ধর্মান্তরিত হবার করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন তিনি।

এবার এই অভিনেতা তার, ইসলাম ধর্ম গ্রহণ ও এক বছর আগে মিশরীয় এক ঘরোয়া আয়োজনে সে দেশের এক নারীকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়টি প্রকাশ্যে আনেন।  

বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে এই অভিনেতা জানান, ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। এসময় বিয়ে-সন্তানের কথাও অকপটে স্বীকার করেন ভিভিয়ান ডিসেনা।  

তিনি বলেন, আমি বিবাহিত, আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। আলাপচারিতায় তিনি আরও বলেন, বিয়ে ও সন্তানের খবর তিনি প্রকাশ্যে আনতেন, কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।

কিছুদিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছিল। এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।