ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাদের উদ্দেশ্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা: অরুণা বিশ্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
তাদের উদ্দেশ্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা: অরুণা বিশ্বাস  অভিনেত্রী অরুণা বিশ্বাস

‘জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার পরিকল্পনা করেই তারা কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছিলেন। তাদের উদ্দেশ্য হলো জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা।

কিন্তু আমরা কঠোরভাবে এর প্রতিবাদ করেছি। কেননা আমি যতদূর জানি সাধারণ সম্পাদকের পদটি এখনও বিচারাধীন। ’ 

রোববার (২ এপ্রিল) বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে আলাপকালে অভিনেত্রী অরুণা বিশ্বাস এ কথা বলেন।

এদিকে জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেন। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেছেন।  

গুণী এই অভিনেত্রী বলেন, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাই অনেক সহনশীল মানুষ। তিনি বলেছেন যা হবে আইন মেনে হবে, কিন্তু বাকিরা খুবই এরোগ্যান্টভাবে কথা বলেছেন। যা থেকে স্পষ্ট যে তারা জায়েদ খানকে বহিষ্কারের এজেন্ডা নিয়েই এসেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এনএটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।