ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার: মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার: মাহি

সম্প্রতি মা হয়েছেন ঢালিউডের এই সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানিয়েছেন তিনি।

ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন তিনি।

এক পোস্টে ছেলের নাম জানিয়ে অগ্নি’খ্যাত এই নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। ’

এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা একটি পোস্ট করেন।  

সেখানে তিনি লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে- এই সমস্ত জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। ’

যোগ করে মাহি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না। ’

তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে। ’

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।