ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজ বাসায় ২৬ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
নিজ বাসায় ২৬ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ চাই-ইয়াল

দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

মঙ্গলবার নিজের বাসা থেকে চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টার নিউজ।

পরে তার এজেন্সি এসের পক্ষ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে চাই-ইয়ালের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন চাই-ইয়াল। ‘ওয়েডিং ইমপসিবল’ নামে নির্মাণাধীন একটি সিনেমায় অভিনয় করছিলেন চাই-ইয়াল। কিন্তু দৃশ্যধারণ শেষ হওয়ার আগেই তার মৃত্যুর খবর এলো।  

২০১৬ সালে ‘ডেভিলস রানওয়ে’ নামের একটি টিভি শোতে প্রথমবার দেখা গেছে চাই-ইয়ালকে। পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত ছিলেন তিনি। ২০১৮ সালে ‘ডিপ’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি।

দুই বছর পর নেটফ্লিক্সের সিরিজ ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে তুমুল পরিচিতি পান চাই-ইয়াল। পরে ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।