ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অপুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
অপুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বুবলী অপু বিশ্বাস-শবনম বুবলী

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলীর মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ রেষারেশির কথা শোনা যায়। কিন্তু এসব ছাপিয়ে যদি দু’জনকে একই সিনেমায় কাজের অফার দেওয়া হয়, গল্প ভালো হলে সেখানেও কাজ করতে রাজী বুবলী।

২০২১ সালের সেপ্টেম্বরে একটি শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমনটি জানিয়েছিলেন বুবলী।

ওই সময় অপু বিশ্বাসের সঙ্গে কাজের প্রসঙ্গে ‘বসগিরি’খ্যাত এই নায়িকা বলেছিলেন, অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন। আমাদের কিন্তু দেখাও হয় না। রেষারেষি আসলে কিছু না। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করা হবে।

এবার আবারো প্রকাশ্যে বুবলী বললেন, অপু বিশ্বাসকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি।

মূলত আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। আলোচনায় রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত-অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। এক গণমাধ্যম কর্মী বুবলীতে প্রশ্ন করেন, তিনি অপু বিশ্বাসের সিনেমা দেখতে যাবেন কিনা?

এমন প্রশ্নের জবাবে বুবলীর উত্তর ছিল এমন- ‘এবারে অনেক অনেক সিনেমা রিলিজ পাচ্ছে। যেখানে নায়িকারা অনেক ভালো কাজ করেছেন নিজেদের জায়গায়। তাই আমার মনে হয় আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী না ভেবে আসলে সাপোর্টার হিসেবে দেখি বা সহকর্মী হিসেবে দেখি তাহলে আমরা প্রত্যেকেই প্রত্যেককে শ্যাডো দিতে পারবো। সে জায়গা থেকে সবার সিনেমার জন্য আমার শুভ কামনা। ’

শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ অভিনেত্রী।  

বুবলীর মতে, এবার যে জমজমাট পরিস্থিতি বিরাজ করছে তা ঈদের পরে বহুদিন পর্যন্ত থাকবে।

আসন্ন ঈদুল ফিতরে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বুবলীর। একটি তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ অন্যটি  সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’। ইতোমধ্যেই গান প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে প্রশংসা করেন দর্শক।

বুবলী বলেন, আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৬ সালের ঈদে। দেখতে দেখতে অনেকগুলো বছর পা হয়ে গেলো। আমি খুব ভাগ্যবান যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে এতো বছর পর এসেও তার সঙ্গে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। এটা খুব ভালো লাগছে। সেই সঙ্গে পরিচালক সাইফ চন্দন পরিচালিত আমার ‘লোকাল’ সিনেমাকে ইতোমধ্যেই সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে সত্যিই খুব ভালোলাগে। এটার আনন্দটা অন্যরকম।

বুবলীর কথায়, পরিচালক সাইফ চন্দন ভাই সিনেমাটি অনেক যত্ম করে সুন্দর করে বানিয়েছেন। সেটা ট্রেলার মুক্তির পর ভালোভাবে বোঝা গেছে। কারণ, সবাই ট্রেলারের প্রশংসা করেছে। এখানে নির্মাতা আমাকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ‘র’ ভাবে আমাকে উপস্থাপন করেছেন। রোদে পোড়া একটা ব্যাপার ছিলো। রাজশাহী-পুরান ঢাকাসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। আমি চাই মিনেমাটি হলে গিয়েই সবাই দেখুক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, শাহীন সুমন, সাইফ চন্দন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক আদর আজাদসহ সিনেমার কলাকুশলীরা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।