ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের দ্বিতীয় দিনের টিভি আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
ঈদের দ্বিতীয় দিনের টিভি আয়োজন

ঈদ আয়োজনে নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে ভরপুর থাকে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। আজকের (২৩ এপ্রিল) আয়োজনে কী থাকছে, তা নিয়ে ছোট্ট আয়োজন।

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর বরাবরের মতো এবারো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত।

এটিএন বাংলায় সন্ধ্যা ৫.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘আই ওয়াশ’। পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে নিলয়, হিমি, তারিক আনাম খান। ৭.৪০ মিনিটে নাটক ‘নেভার সিরিয়াস’। পরিচালনায় মাবরুর রশীদ বান্না। অভিনয়ে- মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম জাস্ট মৌমিতা। রচনা ও পরিচালায় শাহনেওয়াজ রিপন। অভিনয়ে মোশারফ করিম, তানহা তানিয়া।

চ্যানেল আইয়ে বেলা আড়াইটায় প্রচারিত হবে আপসহীনা। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে সাবিলা নূর, ইমন, ফখরুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় গেম শো কৃষকের ঈদ আনন্দ। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। সন্ধ্যা ৬.১০ মিনিটে ছোটকাকু সিরিজ পাবনার ভাবনা। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।

বৈশাখী টিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচারিত হবে নাটক: 'কন্ট্যাক্ট ম্যারিজ'। পরিচালনায় আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ প্রমুখ। রাত সাড়ে ১০টায় ধারাবাহিক নাটক ভন্ড প্রেমিক। পরিচালনায় আনিসুর রহমান রাজীব। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন, শহীদুলস্নাহ সবুজ, জীবন রায় প্রমুখ। রচনা: রাশিদুর রহমানের, পরিচালনা: আনিসুর রহমান রাজীব। রাত ১১.৩৫ মিনিটে মেগা নাটক হোটেল ফাইভ স্টার। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত অহনা রহমান, অলিউল হক রুম প্রমুখ। পরিচালনায় ফরিদুল হাসান।

মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে নাটক ফেক হানিমুন। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ১০টায় নাটক ফুল ফোটানোর দিন। অভিনয়ে অপূর্ব ও মম এবং রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম কল মি।

আরটিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচারিত হবে নাটক আমাদের মধ্যে প্রেম ছিল। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে সাফা কবির, সায়েদ জামান শাওন। ৯.১৫ মিনিটে ধারাবাহিক নাটক হানিমুন হট্টোগোল। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান, আব্দুলস্নাহ রানা, ফারুক আহামেদ। ৯.৪০ মিনিটে নাটক পজিটিভ গার্লফ্রেন্ড। পরিচালনায় মীর আদনান এবং অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বাংলাভিশনে সন্ধ্যা ৬.১৫ মিনিটে নাটক পোস্টম্যান। রচনা ও পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত ৭.৪৫ মিনিটে নাটক ও প্রজাপতি। পরিচানায় সোহেল লআরমান। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল ও আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।