যমন্তকের মূর্তি নিয়ে ‘গ্যাংটকে গণ্ডগোল’। সেই গণ্ডগোলের সমাধান খুঁজতে মরিয়া ‘ফেলুদা’ অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
মূলত এটি নতুন সিনেমা ‘সাবাশ ফেলুদা’র ঘটনা। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। পরমব্রত ‘গ্যাংটকে গণ্ডগোল’ রহস্য সমাধান করতে পারবে কি-না সেই রহস্য ঘনীভূত হয়েছে ট্রেলারে।
এর আগে ফেলুদা হিসেবে দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। এবার তাদের সঙ্গে যুক্ত হল পরমব্রতের নাম।
গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালোবাসা চিরন্তন। তা টলিউডের পরিচালকরা ভালোভাবেই জানেন। বিশেষ করে অরিন্দম শীল।
এর আগে ব্যোমকেশ, শবর, মিতিন মাসির কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন অরিন্দম। এবার তিনিই ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন ফেলুদার কাহিনী।
‘ফেলুদা’ পরমব্রতর তোপসে হিসেবে দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো অভিনেতারা।
আগামী ৫ মে থেকে জি-ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘সাবাশ ফেলুদা’। সিনেমার সংগীতায়োজনে বিক্রম ঘোষ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এনএটি