ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সত্যিই কি বিয়ে করলেন সালমান মুক্তাদির?

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ২, ২০২৩
সত্যিই কি বিয়ে করলেন সালমান মুক্তাদির?

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল।

তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন তিনি? থিতু হলেন এক নারীতে?

কোনো কিছুই আসলে শতভাগ পরিষ্কার নয়।  

সালমান মুক্তাদির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। এ পর্যন্ত তার স্ট্যাটাসে এক লাখ ৯০ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে ৪৪ হাজার। শেয়ার হয়েছে ১৮ হাজার।  

স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “The end of “Salman Muqtadir” - 30.04.2023
My dear wife for the rest of my life ”

তবে এই কথা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না। অনেকেই বলছেন, এটা প্রাংক।  

তবে এ বিষয়ে সালমান মুক্তিাদিরের বক্তব্য এখনও পাওয়া যায়নি।  

সালমান মুক্তাদিরের স্ট্যাটাস অনুযায়ী, ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। তবে কোথায়, কখন বিয়ের অনুষ্ঠান হয়েছে সে বিষয়ে কোনো কথা নেই।  স্ত্রীর নাম-পরিচয়ও প্রকাশ করেননি তিনি।  

সালমান মুক্তাদির নিজের পোস্ট একটি ফ্যাশন হাউসের পেজে ট্যাগ করেছেন। ওই পেজে গিয়ে দেখো যাচ্ছে, তাদের তৈরি বিয়ের পোশাক পরার জন্য সালমান মুক্তাদির দম্পতিকে অভিনন্দন জানিয়েছে তারা।   

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।  

অনেকেই বলছেন, বিশ্বাস হচ্ছে না, তবুও অভিনন্দন।

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক কমেন্টে লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো। ’ তার এই কমেন্টে রিয়েকশন পড়েছে প্রায় ছয় হাজার।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ০২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।