ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত অঞ্জন দত্ত

আবারও ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তার ঢাকায় আসার কথা রয়েছে।

এই সফরে ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে অংশ নেবেন তিনি।

কনসার্টটি আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। তবে তার সফরের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় থাকবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা।

এ বিষয়ে আরও জানা যায়, শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়ত’ ইত্যাদি গানের জন্য শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে এবং ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।