ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন অ্যাশেজের জুনায়েদ ইভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন অ্যাশেজের জুনায়েদ ইভান

বাংলাদেশের সংগীতশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা পেলেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। নিউজার্সি থেকে এ তথ্য জানিয়েছেন ইভান নিজেই।

সম্প্রতি বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে যান জুনায়েদ ইভান। সেখানে টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইভানকে স্বাগত জানান স্টেডিয়াম ভর্তি দর্শক।  সেখানেও নিজের শ্রোতা-ভক্তদের মুখে অ্যাশেজের গান শুনতে পেরে আপ্লুত হয়ে পড়েন ইভান নিজেও।

এ সময় উপস্থিত ছিলেন নিউজার্সি’র মেয়র মাইকেল জনসন, কেমডেনের মেয়র নাজমা রহমান, কাউন্সিলর ফরিদ উদ্দিন, এসআরএই টিভির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদসহ আরও অনেকে।

বাংলাদেশ আমেরিকান স্পোর্টস কাউন্সিল আয়োজিত এ টুর্নামেন্টে এবার অংশ নেয় ১৬টি দল। যার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে টস করে ম্যাচ উদ্বোধন করেন ইভান। খেলা শেষে বিজয়ী যুব সংঘের হাতে তুলে দেন টুর্নামেন্টের কাপ।

এ সময় ইভানের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক বিশেষ সিটি অব পিটারসন স্বীকৃতি সনদ।

বিষয়টি নিয়ে জুনায়েদ ইভান বলেন, কনসার্টের জন্য তো আসা হয়ই, কিন্তু এবার ব্যাতিক্রমী এ আয়োজনে উপস্থিত হয়ে দারুণ সম্মানিত বোধ করছি। এখানে বাংলা কমিউনিটি স্ট্রং। তারা একতাবদ্ধ হয়ে অনেক ভালো করছে সবক্ষেত্রে। এটা আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণাদায়ক। তারা দারুণ সম্মানিত করেছেন তারা আমাকে। মেয়র মহোদয় আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন। যা আমার সংগীত জীবনের জন্য একটি অনন্য প্রাপ্তি হিসেবে থাকবে।

শনিবার (২৬ আগস্ট) ইভানের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ। মূলত দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের দেওয়া হয়ে এ সনদ। তাতে লেখা ছিল- ‘সিটি অব পিটারসনের বিশেষে স্বীকৃতি। বাংলাদেশের একজন সংগীতশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কার স্বরুপ এই সনদ দেওয়া হল। ’

এ ভালোবাসার প্রতিদান দিতে বছর শেষেই যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে ইভান ও তার ব্যান্ড অ্যাশেজ। সাম্প্রতিক বাংলা ব্যান্ডের জনপ্রিয় নাম অ্যাশেজ সর্বশেষ চলতি বছরের জুন মাসে প্রকাশ করে তাদের নতুন গান ‘কলকাতা শহরে’।

সদ্য প্রয়াত ভারতের বাংলা রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা তাপস বাপি দাসকে উৎসর্গ করা হয় তাদের এ গানটি। ইভান জানান, আসছে ৪ সেপ্টেম্বরে দেশে ফিরেই বেশ কিছু কনসার্টে অংশ নেবেন তিনি ও তার ব্যান্ড অ্যাশেজ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।