ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিৎ ছিল সেলিব্রেটিদের নিয়ে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
‘সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিৎ ছিল সেলিব্রেটিদের নিয়ে’ প্রার্থনা ফারদিন দীঘি

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ‘সাময়িক স্থগিত’ ঘোষণা করেছে আয়োজক কমিটি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

সিসিএলে অপ্রীতিকর ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা যেমন হচ্ছে, তেমনি হাস্যরসেও মজেছে নেটিজেনরা। যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ।

সিসিএল কাণ্ডে বিব্রত এ সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি নিজেও একটি দলের হয়ে সিসিএল-এ অংশ নিয়েছিলেন। তবুও সিসিএল নিয়ে সমালোচনা করেছেন তিনি। আনলেন কিছু অভিযোগও!

রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। সেখানে সিনেমাটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই তারকা। প্রসঙ্গক্রমে আসে সিসিএল বিতর্কও!

এসময় দীঘি কিছু প্রশ্ন রেখে বলেন, সিসিএল- এ সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিল? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিৎ ছিল সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখব, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?

এসময় দীঘি বলেন, সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেওয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।

দীঘি আরও বলেন, সামনে এরকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত। সেলিব্রেটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরো বেশি সেলিব্রেটি মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছে, এটা কোনোভাবেই সেলিব্রেটি ক্রিকেট লিগ হতে পারে না।

ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান দীঘি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর নায়িকা হিসেবে অভিষেকের পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।