ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পূজায় অরূপ রতন চৌধুরীর ‘এলো মা দুর্গা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
পূজায় অরূপ রতন চৌধুরীর ‘এলো মা দুর্গা’

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা সামনে রেখে ইতোমধ্যে ভিন্ন আমেজ বইতে শুরু করেছে সর্বত্র।

উৎসব ঘিরে দুর্গাপূজার আগমনী গান ‘এলো মা দুর্গা’য় কণ্ঠ দিয়েছেন মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ড. অরূপ রতন চৌধুরী।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবছর আমাদের দেশে দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে। এ থেকেই এটা প্রমাণ হয় যে, এদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশে ধর্ম যার যার, উৎসব সবার। তবে অসুরের মতো আমাদের মধ্যেও কিছু খারাপ মানুষ আছে, তাদেরও আমাদের নির্মূল করতে হবে। তবেই আমাদের দেশ আরও সুন্দর ও শান্তিপূর্ণ হবে।

অরূপ রতন চৌধুরী বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম উৎসব। এ বিষয়টি মাথায় রেখেই মানুষের আনন্দ খানিকটা বাড়িয়ে দিতে সুন্দর এ গানটির আয়োজন। আশা করি, সবাই গানটি উপভোগ করবে।

‘এলো মা দুর্গা’ গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। গানে মডেল হিসেবে কাজ করেছেন মাহতাবিন মমো ও ইব্রাহীম ঈশান। গানটি সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।