ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রযোজক ও তার স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
প্রযোজক ও তার স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

দেশসেরা অনেক নির্মাতার উল্লেখযোগ্য কিছু নাটকের প্রযোজক সারোয়ার জাহান। শুধু প্রযোজক নন একই সঙ্গে একটি বায়িং হাউজের মার্চেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

গেল বছর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক স্ত্রী রুকাইয়া তাহসিনা। এবার রিয়া বর্মন নামে এক মডেলের সঙ্গে পরকিয়ার অভিযোগ আনলেন প্রযোজকের স্ত্রী রুকাইয়া।

তার দাবি, মডেল রিয়ার সঙ্গে পরকিয়ার জেরে তিন সন্তানের মুখের দিকে না তাকিয়ে তালাকের নোটিশ দিয়েছে এই প্রযোজক।

রুকাইয়া বলেন, তাদের তিন সন্তান। যার মধ্যে এক সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অথচ সে দেখতেও আসেনা। সে অসুস্থ বাচ্চার খবর রাখে না অথচ মডেল রিয়া বর্মনকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরে বেড়ায়। আমি সন্তান নিয়ে অসহায়ের মতো আছি। আমি যখন এগুলো নিয়ে ঝগড়া করি মিডিয়ার নির্মাতা অন্যন্যা আর্টিষ্টদের জানাই, তখন সারোয়ার (প্রযোজক) তাদের বলে- আমি মানসিক ভাবে অসুস্থ।

বিষয়টি নিয়ে তিনি মডেল রিয়া বর্মনের সঙ্গেও কথা বলেন উল্লেখ করে জানান, তাকে অনুরোধ করেছে যেনো তার সংসার নষ্ট না করে। এতেও কর্ণপাত করেনি রিয়া উল্টো তাকে হুমকি দেওয়া হয়েছে। পরে তিনি তাদের দুজনের (প্রযোজক সারোয়ার জাহান বাপ্পী ও রিয়া বর্মন) নামে মামলা করেন। যার ফলশ্রুতিতে তালাকের নোটিশ দেয় সারোয়ার।

তিনি বলেন, এখন আমার ছোট বাচ্চার বয়ম ৫ মাস। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। ক্যান্সার আক্রান্ত বাচ্চার দেখাশোনা করব নাকি ছোট বাচ্চাকে সামলাবো! মানসিক ভাবে খুব অসহায় হয়ে গেছি।

এদিকে বিষয়টি নিয়ে প্রযোজক সারোয়ার জাহান গণমাধ্যমকে বলেন, আমি আমার সন্তানের নিয়মিত চিকিৎসার খরচ দিয়ে যাচ্ছি তার সব প্রমাণ আমার কাছে আছে। ইতোমধ্যে আমার বড় ছেলের ক‍‍্যান্সারের চিকিৎসা বাবদ ৩৯ লাখ টাকা খরচ হয়েছে, যা যোগার করতে ব‍্যাংক লোন এবং জমি বিক্রি করতে হয়েছে। শুধু তাই নয় সে বিয়ের নামে প্রতারণা করেছে আমার সঙ্গে এবং তার অন‍্য ২ স্বামীর সঙ্গে। সে তিনটা বিয়ে করেছে যার ইতোমধ্যে পিবিআইয়ের তদন্তে প্রমাণিত হয়েছে এবং সবগুলো কাবিন নামায় "কুমারী" উল্লেখ করে। আমি বাচ্চাদের খরচ দেওয়া সত্ত্বেও সে মিথ‍্যাচার চালিয়ে যাচ্ছে যাতে অন‍্য স্বামীদের কাছ থেকে টাকা হাতিয়া নেওয়া অব্যাহত রাখতে পারে।

তিনি আরও বলেন, তাছাড়া সে আমার বিভিন্ন ভাবে সম্মান নষ্ট করার চেষ্টা করছে। যার সঙ্গে আমার পরকীয়ার কথা বলছে তার সাথে আর কোন যোগাযোগই নাই। এর আগেও সে এমনটি করেছে৷, আমি তাকে কেনো তালক দিয়েছি সব কিছু নোটিশে উল্লেখ আছে। প্রয়োজনে আমি জনস্মমুখে সব নিয়ে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে মডেল রিয়ার কোনও মন্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।