গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন সময়ে বন্ধ হওয়ার পর গেল ১৭ অক্টোবর আবারও শুরু হয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)।
যেখানে সেমিফাইনালে অংশ নেয় এসজেএল ক্রেজি ও গোল্ডস্যান্ড গ্রুপ স্ট্রাইকার্স।
জানা গেছে, তার পায়ে দিতে হয়েছে প্লাস্টার। এ অবস্থায় কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে তাকে।
আয়েশা মনিকা বলেন, রান নেওয়ার সময় পড়ে গিয়ে পা বাজেভাবে মচকে যায়। সেলিম ভাই (গিয়াস উদ্দিন সেলিম) দ্রুত হাসপাতালে নেওয়াতে খুবই ভালো হয়েছে। নইলে পা আরও ক্ষতিগ্রস্ত হতে পারত।
এসজেএল ক্রেজির অধিনায়ক গিয়াস উদ্দিন সেলিম। এ দলেই খেলেছেন মনিকা। পুরো লিগে মেয়েদের মধ্যে একমাত্র তাকেই হাত ঘুরিয়ে বল করতে দেখা গেছে।
অন্যদিকে, নানা নাটকীয়তার পর সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও আবারও স্থগিত হয়েছে সেলেব্রিটি ক্রিকেট লিগ। দীপংকর দীপন ও সালাউদ্দিন লাভলুর দলের দুই খেলোয়াড়ের নামে অভিযোগের কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এনএটি/এসএএইচ