ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই রণবীরের সঙ্গে দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
দুই রণবীরের সঙ্গে দীপিকা! রণবীর কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

নির্মাতা, প্রযোজক ও উপস্থাপক করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো, বলিউডের গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া।

বুধবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ।

শুধু রণবীর-দীপিকার উপস্থিতিতেই চমক নয়। ইতোমধ্যেই করণ জোহর জানিয়ে দিলেন শিগগিরই তিনি রাজ কাপুরের সঙ্গম সিনেমার রিমেক করতে যাচ্ছেন।

করণ জানিয়েছেন এই সিনেমায় অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তারপর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে, ত্রিভুজ প্রেমের গল্প বলতে চান করণ। আর এই জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের সঙ্গমকে।

‘কফি উইথ করণ’-এ এই সিনেমা তৈরির ইচ্ছে প্রকাশ করেন করণ। সিনেমার গল্প শুনতেই রাজি দীপিকা ও রণবীর সিং।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।