কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ওই লৌহ কপাট’ রিমেক করে মহাবিপাকেই পড়েছেন ভারতীয় অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমান।
মহান মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘পিপ্পা’তে রিমেক ব্যবহার করা হয়েছে।
নজরুলগীতিকে বিকৃত করেছেন বলে অভিযুক্ত হন তিনি। ক্ষমা চেয়ে প্রকৃত সুরে গানটি ফের রিমেক করার আবেদনও ওঠে।
এর আর রহমানের বিরুদ্ধে সমালোচনার পালে নতুন করে হাওয়া দিলেন কলকাতার নামি পরিচালক সৃজিত মুখার্জী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের একটি ভিডিও শেয়ার করে এআর রহমানকে পরোক্ষভাবেই কটাক্ষ করলেন তিনি।
মঙ্গলবার রাতে শেয়ার করা সৃজিদের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গান রেকর্ড করছেন হিরো আলম। আর গানটি হলো ভারতীয় সিনেমা স্লামডগ মিলিয়নিয়ার ছবির গান ‘জয় হো’। ২০০৯ সালে এই গানটির জন্যই বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার পেয়েছিলেন এআর রহমান। আর সেই গানটি হিরো আলম অদ্ভুত উচ্চারণ এবং সুরে গাইলেন।
হিরো আলমের গাওয়া গানটি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘প্রতিশোধ হল এমন খাবার যা কিনা শুঁটকির ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে। ’
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসএএইচ