ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

ঢাকা: ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে নিজেই ফেসবুক পোস্টে জানান।

পোস্টে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ’

মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেবো। ’

বেশ কিছু দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণাসহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছিলেন মাহিয়া মাহি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।