ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় কাভিশের কনসার্ট হচ্ছে না আজ, যা জানালো আয়োজকরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
ঢাকায় কাভিশের কনসার্ট হচ্ছে না আজ, যা জানালো আয়োজকরা

পাকিস্তানের ব্যান্ড জাল, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির আরেক ব্যান্ডদল ‘কাভিশ’। শুক্রবার ও শনিবার অর্থাৎ (১০ ও ১১ জানুয়ারি) রাজধানীর সেনা প্রাঙ্গণে কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তাদের।

কিন্তু দুই দিনের এই গানের আয়োজন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।

এমনটিই জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’।

তারা জানায়, নির্ধারিত সময়ে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত না হলেও নতুন দিনক্ষণে বাংলাদেশে গাইবে পাকিস্তানের দলটি। তাদের সঙ্গে থাকবে দেশের একাধিক দল ও শিল্পী।  

নতুন সময়ের ব্যাপারে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে আসছে ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আরও জানা গেছে, কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপর মঞ্চ মাতাবে ‘কাভিশ’। দ্বিতীয় দিনের কনসার্ট শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা এবং তার দল ‘ঘাসফড়িং কয়ার’র পরিবেশনা দিয়ে। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা থাকবে। সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনেও মঞ্চে উঠবে ‘কাভিশ’।

প্রসঙ্গত, ‘কাভিশ’ পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে দলটি। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাঁইয়াঁ’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

বাংলাদেশ সময়:১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।