ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২২ ভূষিত হলেন নাট্যকার রাজীব মণি দাস। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্দ্যেগে শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সেখানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় রাজীব মণি দাসের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সবিচ ও বিটিআরটিসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম শফিক উদ্দিন অপু।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।

রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় একশত একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি, এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি। এছাড়াও ২০টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন।  

সংস্কৃতিতে অবদানস্বরূপ রাজীব মণি দাস ইতোমধ্যেরই বাবিসাস অ্যাওয়ার্ড, শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণ পদক, বেগম রোকেয়া সম্মাননা স্মৃতি পদক, পল্লীকবি জসীম উদ্দিন স্মৃতি পদক, এজেএফবি অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন।  

বর্তমানে রাজীব মণি দাসের হাতে রয়েছে ৫টি একক নাটক, ১টি ধারাবাহিক নাটক এবং ২টি বিজ্ঞাপনের কাজ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।