ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী অভিনেতার নামে যৌন নিপীড়নের অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
অস্কারজয়ী অভিনেতার নামে যৌন নিপীড়নের অভিযোগ জেমি ফক্স

অস্কারজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্স। এই অভিনেতার নামে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন এক নারী।

বুধবার (২২ নভেম্বর) তার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।

জেইন ডো নামের সেই নারীর অভিযোগ, ২০১৫ সালে ম্যানহাটানের এক রেস্তোরাঁয় তাকে যৌন হেনস্তা করেছেন ফক্স।

ওই নারীর ভাষ্য, তিনি ও তার বন্ধুই সেই রেস্তোরাঁয় গিয়েছেন, এক কোণে ফক্সকে দেখে তার সঙ্গে ছবি তুলতে যান। ছবি তোলার পর নিপীড়নের শিকার হন তিনি।

তিনি শারীরিক ও মানসিকভাবে আঘাত পেয়েছেন; উদ্বেগে ভুগছেন বলেও জানান। তবে এ বিষয়ে জেমি ফক্সের প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০০৪ সালে ‘রে’ সিনেমায় গায়ক রে চার্লসের চরিত্রে অভিনয় করে অস্কার পেয়েছেন ফক্স। আরেক সিনেমা ‘কোলাটেরাল’-এ অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে অস্কারে মনোনয়নও পেয়েছিলেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।