ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১৫ বছর পর ‘বল না’র সিক্যুয়াল নিয়ে আসছেন হৃদয় খান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
১৫ বছর পর ‘বল না’র সিক্যুয়াল নিয়ে আসছেন হৃদয় খান 

হৃদয় খানের সুর-সংগীত ও কণ্ঠে প্রকাশিত তুমুল জনপ্রিয় গান ‘বল না’। ২০০৮ সালে প্রকাশিত হয় গুঞ্জন রহমানের লেখা গানটি।

দীর্ঘ ১৫ বছর পর এবার ‘বল না’র সিক্যুয়াল প্রকাশ করতে যাচ্ছেন হৃদয়।

জানা গেছে, এবারও গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। ইতোমধ্যেই সুর-সংগীত সম্পন্ন করে কণ্ঠও দিয়েছেন হৃদয়। খুব শিগগিরই একটি প্রকাশ পাবে।

গীতিকার গুঞ্জন বলেন, আমরা এরই মধ্যে ‘বল না’র সিক্যুয়াল বানিয়েছি।
কৈশোর প্রেমের গান ‘বল না’ ১৫ বছর পরে এসে খানিকটা ম্যাচিওরিটি পেয়েছে। তাই সিক্যুয়ালের নাম হয়েছে এখন ‘বলো না’। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

এদিকে, ‘বলো না’র আগেই আসছে ডিসেম্বরের ১ তারিখ ‘শূণ্য হৃদয়’ শিরোনামের আরও একটি গানের পিয়দনো ভার্সন নিয়ে হাজির হবেন হৃদয় খান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রহমান। গানের কথা লিখেছেন অভিনেত্রী-লেখিকা শানারেই দেবী শানু। এর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই। প্রকাশও হবে শিল্পীর ইউটিউব চ্যানেলে।  

সবশেষ গেল সেপ্টেম্বরের প্রকাশ হয় হৃদয়ের গাওয়া ‘পিছুটান’ শিরোনামের গান৷ ‘যতবার ভাবি ভুলে যাব সবি/ তারও বেশি মায়ার টান/তুমি তুমি করে যাব আমি মরে/বলো না এ কোন পিছুটান’- এমন কথার গানটি লিখেছেন শফিক তুহিন। তবে এর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।