ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২০২৩-এ বাংলাদেশে সবচেয়ে বেশি শোনা গান ‘বেণি খুলে’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
২০২৩-এ বাংলাদেশে সবচেয়ে বেশি শোনা গান ‘বেণি খুলে’!

চলতি বছরের সবচেয়ে বেশি শোনা গানের তালিকা প্রকাশ করেছে সংগীতভিত্তিক অনলাইন প্ল্যাটফরম স্পটিফাই। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শোনা গান হাবিব ওয়াহিদ ও মুজার গাওয়া ‘বেণি খুলে’।

তালিকায় ছয় নম্বরে আছে গানটি।

গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, রাসেল আলী ও মুজা। এই গানটি শ্রোতাদের জন্য নিবেদন করেছে ‘এইচ ডব্লিউ-১৫’ বাই হাবিব ওয়াহিদ।

তবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি শুনেছে ‘বিটিএস’ সদস্য জাং কুকের ‘সেভেন’। তালিকায় দুই ও তিন নম্বরে আছে পাকিস্তানের কাইফি খলিলের ‘কাহানি সুনো ২.০’ ও ভারতীয় ব্যান্ড দ্য লোকাল ট্রেনের ‘ছুঁ লো’।

তালিকায় ৯ ও ১০ নম্বরে আছে আরও দুটি বাংলা গান। ৯ নম্বরে জেফার রহমানের গাওয়া ‘ঝুমকা’, এটিও মুজার ফিচারিংয়ে। আর ১০ নম্বরে তানজিব সারোয়ারের গাওয়া ‘ডুবে ডুবে’।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।