ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মমতার লেখা ও সুরে গানের সঙ্গে নাচবেন ডোনা গাঙ্গুলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
মমতার লেখা ও সুরে গানের সঙ্গে নাচবেন ডোনা গাঙ্গুলী

নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। কিন্তু সবসময় তার নৃত্যানুষ্ঠান দেখার সুযোগ হয় না ‘মহাব্যস্ত’ স্বামী সৌরভ গাঙ্গুলীর।

৫ ডিসেম্বর সেই সুযোগ হবে। করে দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি!

মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন বিকেল ৪টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে নৃত্য পরিবেশন করবেন ডোনা ও তার নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’র শিষ্যরা। অতিথি সারি থেকে তা উপভোগ করতে পারেন সৌরভ।

মজার বিষয় হলো গানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা। ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটি গেয়েছেন পলক মুছল।

প্রত্যেক বছর এ অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকেন। তবে এই বছর প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারছেন না।  

অবশ্য সিনেপ্রেমীদের তাতে নিরাশ হওয়ার কারণ নেই। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সালমন খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা প্রমুখ।  

এর আগে বেশ কয়েক বছর কখনও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, আবার কখনো সমাপ্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। সেখানে একাধিক গানের মেডলিকে ব্যবহার করা হয়। তবে এই বছর গানের সঙ্গেই পারফর্ম করবেন তিনি।  

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সৌরভ গাঙ্গুলীর। এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘সারা বছর মহারাজের কাজের ব্যস্ততা থাকেই। আমার অনুষ্ঠান দেখার জন্যই সব সময় ও সময় বের করতে পারে না। সেখানে চলচ্চিত্র উৎসবে ও যদি আমাদের অনুষ্ঠান দেখে, এটাও আমার বেশ ভালো লাগে। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।