ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের পর ‘মধুচন্দ্রিমা’য় কোথায় গেলেন পরম-পিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
বিয়ের পর ‘মধুচন্দ্রিমা’য় কোথায় গেলেন পরম-পিয়া

গত ২৭ নভেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোবিদ পিয়া চক্রবর্তী। বিগত এক সপ্তাহে তাদের বিয়ে ঘিরে জল অনেক দূর গড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার হয়েছেন নবদম্পতি। কারণ পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। অনুপমেরই বন্ধু পরমব্রত। যদিও এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি পরমব্রত বা পিয়া কেউই। তবে তাদের শুভাকাঙ্ক্ষীরা এই বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

বিয়ের পর থেকেই নবদম্পতি ‘মধুচন্দ্রিমা’য় কোথায় যাচ্ছেন, সেই গন্তব্য নিয়ে কৌতূহল চলছিল। যদিও বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে। কিডনিতে পাথরের জন্য বেশ কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় পিয়াকে। গুঞ্জন ছিল, তাই আগামী কয়েকদিন স্ত্রীর যত্নে মনোনিবেশ করবেন পরমব্রত।  

কিন্তু সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অন্য ইঙ্গিত পাওয়া গেল। নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিয়া। সেই ছবি দেখার পর অনেকেরই ধারণা, পরমব্রত আর পিয়া ‘মধুচন্দ্রিমা’য় ইউরোপে গিয়েছেন। কারণ, ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘ডাবলিনে এখন বড়দিনের মৌসুম। ’ ওই ছবিতে একটি ক্রিসমাস ট্রিও দেখা যাচ্ছে। যদিও এই দম্পতি ‘মধুচন্দ্রিমা’য় গিয়েছেন কি না, তা নিয়ে এখনো মুখ খোলেননি।

সূত্র বলছে, খুব তাড়াতাড়ি পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন পরমব্রত। কারণ ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করেছেন পরমব্রত।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।