ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তারুণ্যকে জাগিয়ে তুলতে আলিশার উদ্যোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
তারুণ্যকে জাগিয়ে তুলতে আলিশার উদ্যোগ

এক সময় পর্দায় নিয়মিত দেখা মিলত অভিনেত্রী আলিশা প্রধানের। ২০০৮ সালে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন তিনি।

এরপর বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেন।

২০১৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন আলিশা। এরপর একই পরিচালকের ‘অন্তরঙ্গ’ সিনেমাতেও অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অজান্তে ভালোবাসা’।

এর বাইরে এখন পরিচয়ের পরিধি আরো বেড়েছে আলিশার। প্রতিষ্ঠা করেছেন হারনেট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চলছে  ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্ট। যেখানে তরুণরা নানা সমস্যা ও উত্তরণের না পথ নিয়ে কথা বলছেন। সম্প্রতি হলো বাংলাদেশের ইইউ দূতাবাসের সহযোগিতায় ফরাসি দূতাবাসে ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্টের চতুর্থ পর্ব।

এতে অংশ নেয় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা। ফরাসি দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান। সভাপতিত্ব করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসডুপে। উপস্থিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহানও।

প্রোগ্রাম সঞ্চালন করেন হারনেট টিভি এবং হারনেট ফাউন্ডেশনের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ও অভিনেত্রী আলিশা প্রধান।

এমন উদ্যোগ প্রসঙ্গে আলিশা বলেন, একটা দেশের সর্বোচ্চ সম্পদ হলো তারুণরা। তাদের রাইট ট্র্যাকটা দেখাতে হবে। তাদের যদি স্বপ্ন দেখাতে পারি, তোমরা হতে পার নেক্সট মার্ক জাগারবার্গ, নেক্সট শেখ হাসিনা বা নেক্সট কাজী নজরুল ইসলাম। তাহলে অনেক ইতিবাচক কিছু ঘটবে। এই ভাবনা থেকেই হারনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কাজ।

তিনি জানান, ‘টেকশই আগামীর  জন্য আজকের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে তারা কাজ করছেন।  

ফাউন্ডেশনটি জানায়, সমাপনী পর্বটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের অংশগ্রহণে ২৩ ডিসেম্বর সৌদি আরব দূতাবাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।