ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুলবুলের কথায় তাদের দুই গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
বুলবুলের কথায় তাদের দুই গান রেহান রাসুল-কর্ণিয়া

‘বাজে স্বভাব’ শিরোনামের গান দিয়ে ২০১৮ সালে রেহান রাসুলের হঠাৎ বাজিমাত! কণ্ঠ, কথা ও চেহারা- তিনে মিলে ‘এলেন-গাইলেন-জয় করলেন’ ব্যাপার। চলতি বছরে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘গভীরে’সহ আরও কয়েকটি গান আলোচনায় আসে তার।

নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি। এরইমধ্যে এন আই বুলবুলের কথায় দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে ‘উডি চল’ ও রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’। দুটি গানেই আরও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কর্ণিয়া।

রেহান রাসুল ও এন আই বুলবুল

গান দুটি প্রসঙ্গে এন আই বুলবুল বলেন, দুটি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন।

রেহান রাসুল বলেন, দুটি গান দুই রকম রোমান্টিক কথায়। কর্ণিয়ার সঙ্গে পর দুটি ডুয়েট গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা আমাদের কন্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।