ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতির গাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতির গাড়ি

 

দুর্ঘটনার কবলে পড়েছে সালমান খানের ভগ্নিপতি বলিউড অভিনেতা আয়ুষ শর্মার গাড়ি।  

রোববার (১৭ ডিসেম্বর) মুম্বাইয়ের খার জিমখানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাস্তার উল্টো দিক থেকে একজন মদ্যপ চালক তার গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে এসে আয়ুষের গাড়িতে ধাক্কা দেন।  

তবে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আয়ুষ। গাড়িটি চালাচ্ছিলেন তার চালক। সর্বশেষ খবর অনুযায়ী চালক সুস্থ আছেন।

এদিকে দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের গাড়িটির সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বলিমহলে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। আয়ুষ কেমন আছেন সে খবর জানতে খোঁজখবর নিতে থাকেন অনেকে।

আয়ুষ ২০১৮ সালে ‘লাভযাত্রী’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমেই তার অভিষেক এবং শেষ দেখা যায় ‘লাস্ট’সিনেমায়। অভিনেতা সলমান খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।