ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবারের মতো ভূতের ছবিতে কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
প্রথমবারের মতো ভূতের ছবিতে কাজল কাজল, ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। রোমান্টিক থেকে শুরু করে কোর্টরুম ড্রামা, অ্যাকশন সব ধরনের ছবিতেই দেখা গেছে এ অভিনেত্রীকে।

প্রথমবারের মতো তিনি অভিনয় করতে চলেছেন একটি ভূতের ছবিতে। ছবির নাম ‘মা’। এটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। আর প্রযোজনার দায়িত্ব সামলাবেন স্বামী অজয় দেবগন।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, কাজলকে কখনই ভূতের ছবিতে দেখা যায়নি। কাজল তার অভিনয় সত্তার এ দিকটাও উন্মোচিত করতে চাইছিলেন। অবশেষে সেটার সুযোগ এসেছে। পরিচালক বিশাল ফুরিয়া যখন অভিনেত্রীকে এ ছবি করার জন্য প্রস্তাব এবং চরিত্র ও গল্পটি ব্যাখ্যা করেন তখন সেটা শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।

সম্প্রতি করণ জোহর পরিচালিত তারকাখচিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ এর ২২ বছর পূর্ণ করলো। সেই উপলক্ষে একটি বিশেষ লেখা লিখেছেন অভিনেত্রী।

কাজল লিখেছেন, কাভি খুশি কাভি গামের ২২ বছর। অনেক স্মৃতিজুড়ে রয়েছে এ ছবির সঙ্গে। যশ কাকু এ ছবির জন্যই কেবল ফিল্মিস্তান স্টুডিওর নতুন মেকআপ রুম বানিয়েছিলেন, পুরোনোগুলোকে রেনোভেট করেছিলেন। এমনকি এ ছবির সঙ্গে ভ্যানিটি ভ্যানগুলো যাচ্ছে না বলে সেগুলো বদলে দিয়েছিলেন।

‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।