ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখকে শুভেচ্ছা জানালেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
শাহরুখকে শুভেচ্ছা জানালেন আমির

নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমায় অভিনয়ের জন্য বলিউড সুপারস্টার শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এক ভিডিও বার্তায় ‘এসআরকে’কে শুভেচ্ছা জানান তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ওই ভিডিওতে আমির খান তার দুই প্রিয় ব্যক্তি সম্পর্কে বলেন- আমার অন্যতম প্রিয় পরিচালক রাজু ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেলল। শাহরুখ আর তুমি একসঙ্গে ‘ডানকি’তে যে ম্যাজিক করেছ, সেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসংখ্য শুভেচ্ছা তোমাদের। সাফল্য তোমাদের পায়ে লুটিয়ে পড়ুক।

রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। দুটি ছবিই বক্স অফিসে বাজিমাত করেছিল। রাজকুমার হিরানির উদ্দেশে আমির আরও বলেন, তুমি গুণীর কদর করতে জানো। অনেক ভালোবাসা তোমার জন্য।

রাজকুমার হিরানিকে শুভেচ্ছা জানিয়েছেন ‘সাঞ্জু’ অভিনেতা রণবীর কাপুরও।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।