ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ঝিলিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
বিয়ে করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ঝিলিক! তিথি বসু

মনে আছে স্টার জলসার ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট মেয়েটার কথা? হ্যাঁ, সেই ঝিলিক যে কিনা হন্যে হয়ে খুঁজছিল তার আসল মাকে। সেই ঝিলিক ওরফে তিথি বসু এখন আর ছোট নেই।

বরং, এখন সে বড়। যৌবনে পা দিয়েছে। আর তাই তো তিথির জীবনে এবার বিয়ের ফুল ফুটেছে!

ভাবছেন কার সঙ্গে বিয়ে হচ্ছে তিথির? নানারকম গপ্পো রটে যাওয়ার আগে সত্য়িটা ফাঁস করা যাক।

আসলে তিথি এখন জনপ্রিয় ফুড ব্লগার। তিথির সারাদিন কাটে ফুড ব্লগিং করেই। ধারাবাহিকের পাশাপাশি এটাকেই পেশা হিসেবে নিতে চান তিনি। আর তাই তো অভিনেত্রী, তার ইউটিউবের প্রচার করতেই আইবুড়ো ভাতের পরিকল্পনা করে ফেললেন। আর তিথির এই চমক রাতারাতিই হইচই ফেলে দিল টলিপাড়ায়।  

সামাজিকমাধ্যমে দারুণ সরব তিথি বসু। তাই ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। সেই অনুরাগীদের কথা মনে রেখেই তিনি দিলেন নতুন চমক। পঞ্চব্যাঞ্জন সাজিয়ে সেরে ফেললেন ফটো শুট। সেখান থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূচনা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।