ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০২৩ সালেই ফেসবুকে জয়ের আয় ৮০ লাখ, কিনলেন ফ্ল্যাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
২০২৩ সালেই ফেসবুকে জয়ের আয় ৮০ লাখ, কিনলেন ফ্ল্যাট শাহরিয়ার নাজিম জয়

কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অবিশ্বাস্য হলেও সত্য, ২০২৩ সালে শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা!

খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই।

আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করেন শাহরিয়ার নাজিম জয়। ক্যাপশনে লেখেন, ২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার যা প্রায় ৫৫ লাখ টাকা। আর স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।

এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে যাচ্ছেন আপন গতিতে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।