ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১১ বছর প্রেমের পরিণতি মডেল পল্লবের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
১১ বছর প্রেমের পরিণতি মডেল পল্লবের

দীর্ঘ ১১ বছর প্রেমের পর তার পরিণতি দিয়েছেন মডেল ও অভিনেতা পল্লব। প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন তিনি।

গত বছরের ১১ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ বিষয়ে পল্লব বলেন, আগামী ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম ছিল। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করছিলাম, বিয়ে তো করলাম মাত্র।

জানা গেছে, ২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই তাদের প্রেম, এরপর বিয়ে।

পল্লবের স্ত্রী আরও বলেন, আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, তখন ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়ে করে ফেলি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।