ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিলেটে নায়িকা নিপুণের শৈশবের স্মৃতি রোমন্থন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
সিলেটে নায়িকা নিপুণের শৈশবের স্মৃতি রোমন্থন

সিলেট: চায়ের রাজধানীতে গিয়ে ছোটবেলার স্মৃতির দুয়ারে কড়া নাড়লেন চিত্র নায়িকা নাসরিন আকতার নিপুণ। জানালেন বাবার সুবাদে সিলেটে তার অবস্থানের গল্পকথা।

সিলেটে কাটানো শৈশবের কিছুসময় স্মৃতি রোমন্থন করতে গিয়ে নিপুণ সাংবাদিকদের বলেন, ছোটবেলায় আমি সিলেটে থেকেছি। কিছুদিন আগেও আমি সিলেটে এসেছিলাম। সিলেট আমাদের পরিবারের একটি অংশ। কেননা, আমার বাবা ১৯৮২ সালে জকিগঞ্জের ইউএনও ছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম। আমার ভাইও সিলেটে পড়াশোনা করেছে।

তিনি বলেন, সিলেটে বন্যার সময় আমি শিল্পী সমিতির পক্ষ থেকে সবার সঙ্গে এসেছিলাম। বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিয়েছি। সিলেটে যখনই আসি-আমার অনেক ভালো লাগে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট মহানগরের সুবিদবাজারে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ। অনুষ্ঠান শেষে সিলেট নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই তারকা।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।