ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসের নাটকে জিম-শাশ্বত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ভালোবাসা দিবসের নাটকে জিম-শাশ্বত

এ সময়ের ছোট পর্দার অন্যতম দর্শকপ্রিয় অভিনয় শিল্পী মাফতুহা জান্নাত জিম ও শাশ্বত দত্ত। নিয়মিত কাজ করছেন তারা।

সম্প্রতি প্রথমবারের মতো তারা জুটি বেঁধে দুটি একক নাটকে অভিনয় করেছেন।  

নাটক দুটি হচ্ছে—‘বুক পকেটে প্রেম’ ও ‘সুফিয়া নূর’। যথাক্রমে নাটক দুটি পরিচালনা করেছেন বাপ্পি খান ও রুবেল আনুশ।

এ প্রসঙ্গে জিম বলেন, দুটি ভিন্ন ঘরানার গল্পে কাজ করেছি। কনকনে শীতের মধ্যে নাটক দুটির শুটিং হয়েছে। শীত, কুয়াশা, শিশির উপেক্ষা করে আমরা কাজ করেছি। আমি কাজটাকে ভালোবাসি। কাজ ভালো করার জন্য যতটা ভাঙা দরকার ভাঙতে রাজি। কাজের ক্ষেত্রে রোদ, বৃষ্টি, শীত, কুয়াশা সবকিছুই তুচ্ছ। আমার কাজে পরিচালকরাও সন্তুষ্ট। নাটক দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

শাশ্বত দত্ত বলেন, ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছি। কাজ দুটি করে আরাম পেয়েছি। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে আমাদের জুটি দর্শকদের পছন্দ হবে।

জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে ‘বুক পকেটে প্রেম’ ও ‘সুফিয়া নূর’ নাটক দুটি নির্মিত হয়েছে। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটক দুটি প্রচারের পর ইউটিউবে অবমুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।