ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত, নেবেন না পারিশ্রমিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
শেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত, নেবেন না পারিশ্রমিক মিষ্টি জান্নাত

কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আবারও নতুন কাজে সরব হচ্ছেন ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিনা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এতে শেখ রেহানার চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। যদিও সিনেমার ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামকরণ হয়েছে। এরমধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে মিষ্টি জান্নাতের ভাষ্য, আসলে দীর্ঘদিন নিজের পারিবারিক কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যার কারণে চলচ্চিত্রে সময় দিতে পারিনি। এবার বেশ কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছি। যার মাঝে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমা অন্যতম।

২২ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হবে, আপাতত চলছে প্রস্তুতি। এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয় গুণকে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা।

কিছুদিন আগে চলচ্চিত্রটিতে ১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস।  এতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।