ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার বাগদত্তকে সামনে আনলেন নায়িকা অধরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
প্রথমবার বাগদত্তকে সামনে আনলেন নায়িকা অধরা

প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দুজনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি।

তবে এবার সামনে আনলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অধরার প্রেমিকের জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও জানিয়ে দিলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।

অধরার ভাষ্য, পারিবারিকভাবে বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে বাগদান হয়েছে।

অধরা বলেন, তার (প্রেমিক) নাম ফয়সাল। পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। তিনি এখন কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।

অধরা আরও জানালেন, বিয়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। অথবা দুজনে মিলে অন্য কোনো দেশ থেকে ঘুরে আসেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।