ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন গায়ক মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বিয়ে করলেন গায়ক মিলন

বিয়ে করলেন ‘সখী ভালোবাসা কারে কয়’ গানের গায়ক মুহাম্মদ মিলন। তার স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মিলন। তাতে এ গায়ক লেখেন, আলহামদুলিল্লাহ! বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।

সবার কাছে দোয়া চেয়ে এই গায়ক লেখেন, সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

এক যুগ আগে মিশ্র অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামের গান গেয়েছিলেন তরুণ গায়ক মুহাম্মদ মিলন। ইমরানের সুর ও সংগীতে তৈরি গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।  

এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।