ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

লিসার মৌলিক গান ‘প্রেম সাধনায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
লিসার মৌলিক গান ‘প্রেম সাধনায়’

বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হয়েছে এই সময়ের শিল্পী পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান। এর শিরোনাম ‘প্রেম সাধনায়’।

গানটির কথা ও সুর করেছেন তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ এবং গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল।

এটি মূলত একটি প্রেমের গান। বন্ধুর আশায় পথ চেয়ে থাকা এক প্রেমিকার আকুল হৃদয়ের অভিব্যক্তি উঠে আসে গানের কথা ও সুরে। পারভিনের গানে বাঁশি বাজিয়েছেন শহীদ।

পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

লিসা জানান, ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং করা হয়। গানটিতে লিসার বিপরীতে মডেল হিসেবে দেখা গেছে নতুন মুখ ঈশান হাসানকে।

তিনি আরও, আসছে ঈদুল ফিতরে আরো একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের ইচ্ছে রয়েছে তার।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।