ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আগামী দুই বছরে এফডিসির সব সমস্যা দূর হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
আগামী দুই বছরে এফডিসির সব সমস্যা দূর হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আজ এপ্রিলের তিন তারিখ, দুই বছর পর আবার দেখা হবে। সেদিন একটা বিশাল উন্নয়ন দেখতে পাবেন আপনারা।

যেসব সমস্যা রয়েছে তা থাকবে না। এফডিসি নিজের পায়ে দাঁড়াবে। বেতন সংক্রান্ত যত সমস্যা আছে আমরা শুধরে ফেলব। আরও অনেক পরিবর্তন আপনারা দেখবেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিএফডিসির তত্ত্বাবধানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এফডিসিকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এফডিসি পুরোনো টেকনোলজি ঘরানায় ছিল, সেখান থেকে আপডেট করতে হবে। সেই প্রক্রিয়ার মধ্যে এখন আছে। আরও বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে সেজন্য দুই বছরের সময় চেয়েছি।

দিনে দিনে হলের সংখ্যা কমে যাচ্ছে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হল মালিকরা হল যদি ভেঙে ফেলতে চায় তাহলে বাধা দিয়ে আটকানো যাবে না। আমরা হল মালিক সমিতির সঙ্গে বসেছি, আমরা বলছি- এমনভাবে হল বানাতে হবে যেন সেটা লাভজনক হয়। লাভ হলে কেউ হল ভাঙবে না। সিনেমা দেখানোর পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু বিষয় থাকতে হবে, সিনেপ্লেক্সের মতো না হলেও এমন কিছু থাকতে হবে যেটা নতুন প্রজন্মকে আকর্ষণ করবে। গোটা দেশজুড়ে সিনেপ্লেক্স করার পরিকল্পনা আছে আমাদের। হল সচল হলে সিনেমা সচল হবে, সিনেমা সচল হলে শিল্পীরা সচল হবে, শিল্পী হলে প্রযোজক, প্রযোজক হলে পরিচালক। এটা একটা সার্কেলের মতো। আগামীতে আরও উন্নয়ন হবে।

এর আগে দুপুরে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌস আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।  

‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের চলচ্চিত্র দিবসের প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ম. হামিদ।  

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এদিনকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এনএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।