ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রয়াত লাকী আখন্দের সুরে রাঘব চ্যাটার্জী ও শম্পার দ্বৈত গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
প্রয়াত লাকী আখন্দের সুরে রাঘব চ্যাটার্জী ও শম্পার দ্বৈত গান

লাকী আখন্দের সুরে ও গোলাম মোর্শেদের কথায় যেকোনো গান মানেই আলাদা আবেদন, আলাদা রকম ভালো লাগার আয়োজন। 'অন্তরের সুখ তুমি' শিরোনামের এই জুটির একটি গান প্রকাশ হচ্ছে গান জানালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে।

 

দ্বৈত কণ্ঠের গানটি গেয়েছেন পশ্চিম বাংলার সমাদৃত শিল্পী রাঘব চ্যাটার্জি এবং বাংলাদেশের সাঈদা শম্পা।  

দুজন মিলেই গানটির আবেগের চাহিদাকে পুরোপুরি মিটিয়েছেন, এ বিষয়ে আশা ব্যক্ত করেছেন  গীতিকবি গোলাম মোর্শেদ।

তিনি আরও বলেন, লাকি ভাইয়ের সঙ্গে আমার অনেকগুলো কাজ হয়েছে। তবে তার সুর করা কিছু অপ্রকাশিত গান থেকে যায়। সেখান থেকে এ গানটি এবার ঈদ উপলক্ষে প্রকাশ করছি।

শম্পা বলেন, এমন একজন গুণী শিল্পীর সুরে গান করতে পারা অনেক আনন্দের। সে সঙ্গে আরও একজন গুণী মানুষের কথা। সব মিলিয়ে দারুণ একটা গান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।