ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আট বছর পর নতুন করে তাহসানের ‘কে তুমি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ৯, ২০২৪
আট বছর পর নতুন করে তাহসানের ‘কে তুমি’

বছর কয়েক আগে ‘কে তুমি’ শিরোনামে একটি গান গেয়েছিলেন জনপ্রিয় গায়ক তাহসান খান। লেখার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনও করেছিলেন তিনি।

২০১৬ সালে জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশিত হয়েছিল। সেই গানে মডেলও হয়েছিলেন তাহসান।

গানের ভিডিও প্রকাশের দীর্ঘ আট বছর পর আবার নতুন করে গানটি করলেন তাহসান। এটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, অনেক গান থাকে, যেটা প্রকাশের পরপরই জনপ্রিয়তা পায়। আবার অনেক গান থাকে ধীরে ধীরে জনপ্রিয় হয়। এই গানটি যখন প্রকাশ পেয়েছিল অনেকেই পছন্দ করেছিলেন। তবে আমি কনসার্টে গানটি গাইতাম না। ফলে হারিয়ে যেতে বসেছিল।

তিনি আরও বলেন, এটি আমার খুব পছন্দের গান।  সব মিলিয়ে ঠিক করলাম, গানটি আবার সবার মাঝে ফিরিয়ে আনি। সে কারণেই নতুন সংগীতায়োজনে গানটি করলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।