বাস্তব জীবনে যেমন করণ-অর্জুনের ‘ভাইচারা’ সুপারহিট। তেমনই শাহরুখ খানের সঙ্গে সালমান খানের বন্ধুত্ব অটুট।
ভাবছেন নিশ্চয়ই অ্যাকশন প্যাকড ‘সিকান্দার’-এও শাহরুখের ক্যামিও থাকছে কি না? শনিবার (২৮ ডিসেম্বর) বহু প্রতীক্ষিত সিনেমাটির ঝলক প্রকাশ্যে এসেছে, তবে টিজারের কোথাও কিং খানের উপস্থিতি নেই। তাহলে কীভাবে এই সিনেমার সঙ্গে বলিউড বাদশা যোগ রয়েছে?
আসলে পুরো সিনেমার ভিএফএক্স করেছে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এর আগে যে সংস্থা ‘কৃষ ৩’, ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’, ‘জাওয়ান’র মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর স্পেশাল এফেক্টসের দায়িত্বে ছিল। ইতোমধ্যেই ‘সিকান্দার’র টিজারে নজর কেড়েছে ভিএফএক্স। বিশেষ করে, কালার গ্রেডিং, যা কিনা শাহরুখের সংস্থার তৈরি।
‘সিকান্দার’র ফার্স্ট ঝলকেই ভাইজান বুঝিয়েছেন যে তিনি এবার সুলতানের মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। নতুন বছরে ঈদের বক্স অফিস বাজিমাত করতে তৈরি সালমান খান।
‘সিকান্দার’র টিজারে বলিউডের সুলতান একেবারে ‘অ্যাংরি ইয়াংম্যান’। বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই সিনেমা যে অ্যাকশন নির্ভর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মর আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি, তারপরই হামলা। চোখের নিমেষে শত্রুদের হাওয়ায় উড়িয়েছে ‘সিকান্দার’ সালমান।
চলতি বছর সালমানের পরিবারের বেশ আতঙ্কে কেটেছে। প্রথমার্ধে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের আক্রমণ। তারপর মাসখানেক ধরে খুনের হুমকি। তবে দমে যাননি ভাইজান। কড়া নিরাপত্তায় মুড়ে ‘সিকান্দার’র শুটিং করেছেন।
এই সিনেমাতে সালমানের পাশাপাশি দেখা যাবে রশমিকা মন্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এনএটি