শুক্রবার (১০ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ভিন্ন ধারার সিনেমা ‘পটু’। গেল ঈদে মুক্তির কথা থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে।
এ সপ্তাহের নতুন সিনেমা হিসেবে ‘পটু’ স্থান পেয়েছে মাত্র চারটি প্রেক্ষাগৃহে। চারটিই মাল্টিপ্লেক্স।
‘পটু’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর। সিনেমাটি মুক্তির মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলো তার।
রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে সিনেমাটির। এছাড়াও রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প। এটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।
সিনেমাটির প্রধান চরিত্র ইভান সাইর বলেন, দেশে প্রচুর সিনেমা হচ্ছে। এসবের মধ্যে ‘পটু’ একদমই অন্য ধরনের একটি সিনেমা। এখানে অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। যারা অন্য তারকার ভক্ত, তাদের কাছেও আমাদের আহ্বান, সিনেমাটা দেখবেন। কোনও কিছু ভালো লাগে, একটু উৎসাহ দেবেন।
‘পটু’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১০, ২০২৪
এনএটি