ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হঠাৎ অসুস্থ শাহরুখ, হাসপাতালে নিলেন চিকিৎসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২২, ২০২৪
হঠাৎ অসুস্থ শাহরুখ, হাসপাতালে নিলেন চিকিৎসা শাহরুখ খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন বলিউড বাদশা।

সেখানে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। এরপর তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিং খানকে। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গ্যালারিতে বসে তিনি খেলা উপভোগ করেছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই অভিনেতা।   পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শাহরুখের শরীরে পানির পরিমাণ কমে গিয়েছিল। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই ছিলেন তার একমাত্র মেয়ে সুহানা ও ছেলে আব্রাম। আরও ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুর।  

আজ সুহানা খানের জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে পড়ে চিন্তার ভাঁজ।  

অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে এখনো কেকেআর টিমের পক্ষ থেকে অভিনেতার অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিবৃতি দেয়নি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।