রাজনীতির মঞ্চে নেমেই বাজিমাত করলেন কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের শহর মান্ডি থেকে এই বছর ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়েছিলেন বলিউড কুইন।
জয়ের পর ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় কঙ্গনা লেখেন, মান্ডির মানুষকে আমার ভালবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সবার। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়!
এ অভিনেত্রী বলেন, এই মুহূর্তে আমি আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ, মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, নরেন্দ্র মোদিজিকে বেছে নিয়েছেন।
এর আগে নির্বাচনের ফল প্রকাশ করে কমিশন। প্রকাশিত ফল বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট। অর্থাৎ কংগ্রসের প্রার্থীকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন কঙ্গনা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এসএএইচ