ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুবাই থেকে ফিরেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
দুবাই থেকে ফিরেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নিরব

ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন। সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভ্যাল-২০২৪’-এ অংশগ্রহণ করেন। একদিনের জন্য দেশে ফিরে এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

আগামী ৩০ জুন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ অংশ নেবেন নিরব। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার আমাজুরা হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম।

আগামী ২৮ জুন সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন নিরব। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছু দিন সেখানে অবসর যাপন করবেন। আগামী ১০ জুলাই ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন বলে জানান নিরব।

নিরব ছাড়াও এ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, জায়েদ খান, তাহসান, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী।  

আরও থাকছেন কণ্ঠশিল্পী বিন্দু কনা, লায়লা, দিনাত জাহান মুন্নী, রকস্টার মিলা; কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রমুখ। এরইমধ্যে কয়েকজন শিল্পী নিউ ইয়র্কে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।