ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সরকারি বিজ্ঞাপন দিয়ে নিরবের কাজে ফেরা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
সরকারি বিজ্ঞাপন দিয়ে নিরবের কাজে ফেরা

কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে শোবিজেরর ঝলমলে জগতেও। নতুন করে কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা।

তেমনই একটি কাজের অংশীদার হলেন নিরব হোসেন। তবে কোনো সিনেমা নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরেছেন এই নায়ক।

টিভিসিটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। এটি পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস।

নিরব বলেন, এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন। তাপদাহ নিয়ে নির্মাণ করা হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনটি। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ।

এ বিষয়ে নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই প্রচারে আসবে এই বিজ্ঞাপনটি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।